অস্ট্রেলিয়াকে মাটিতে নামাল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চারবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের পরাশক্তির কাছে পাত্তাই পায়নি টাইগাররা। সে অবশ্য অনেক আগের কথা। বাংলাদেশকে বরাবরই আন্ডারডগ ভেবে এসেছে অসিরা। যে কারণে বাংলাদেশকে আমন্ত্রণে আগ্রহ ছিল না তাদের। বাংলাদেশ সফরেও ছিল অনীহা।

এই প্রথমবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অসিদের মুখোমুখি বাংলাদেশ দল। তাও হাজারও শর্ত চাপিয়ে।
আর অসিদের সব শর্তই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এরপরও এই সফরে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি অস্ট্রেলিয়া। প্রয়োজনও মনে করেনি। আর সেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হারাল বাংলাদেশ। এ এক মধুর স্বাদ নিলেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে ‘বাঘের গর্জন’ শুনল অস্ট্রেলিয়া।

বাংলাদেশের ছোড়া ১৩২ রানের মামুলি লক্ষ্যও পার করতে পারল না অসিরা। নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানে থেমে যেতে হয়েছে তাদের। নিজেদের সর্বনিম্ন পুঁজি নিয়েও ২৩ রানে জয় পেল বাংলাদেশ।দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস মিচেল মার্শের। ৪৫ বলে ৪৫ রান। এ ছাড়া আর কেউ মাথা উঁচু করে দাঁড়াবার নেই অস্ট্রেলিয়ার।

জিততে রেকর্ড গড়তে হত বাংলাদেশের। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৩৩ রান করেও জিতেছিল বাংলাদেশ। এবার জিতল ১৩২ রানের লক্ষ্য দিয়ে।নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডের এই চ্যালেঞ্জে দল জিতেছে অনায়াসে। হাতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন, টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। অলরাউন্ডিং নৈপুণ্যে দেখালেন সাকিব।

দারুণ বোলিংয়ে নায়ক নাসুম আহমেদ। মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন নাসুম। কিপটে বোলিং করেছেন দুই পেসার মোস্তাফিজ ও শরিফুল।মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার মোস্তাফিজুরের। ১৯ রান দিয়ে শরিফুল পেয়েছেন দুটি।প্রথমে ওয়ানডে। এরপর টেস্ট। সর্বশেষ টি-টোয়েন্টি। তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন