বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার পিঙ্ক। নিজের কাছে যেটা সঠিক মনে হয়, সেটা করতে কখনো পিছপা হন না। কোনো লুকোছাপাও নেই। নরওয়ের বিচ হ্যান্ডবল নারী দলের পক্ষ হয়ে এবারও দাঁড়ালেন মার্কিন পপশিল্পী।বুলগেরিয়ায় চলছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশগ্রহণ করেছে নরওয়ের পুরুষ ও নারী হ্যান্ডবল দল।
ইউরোপিয়ান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী পুরুষ দল খেলায় অংশগ্রহণ করবে শর্টস পরে আর নারী দলের সদস্যদের পরতে হবে বিকিনি।পুরুষ ও নারীর মধ্যে এই পার্থক্যকে লিঙ্গবৈষম্য হিসেবে দেখছে নরওয়ের নারী হ্যান্ডবল দল। গত রোববার ছিল ব্রোঞ্জপদকের লড়াই। এই বৈষম্যের প্রতিবাদে সেখানে স্পেনের বিরুদ্ধে বিকিনির পরিবর্তে শর্টস পরেই নামে তারা।
নিয়ম না মানায় দলটিকে ১ হাজার ৫০০ ইউরো জরিমানা করে ইউরোপিয়ান হ্যান্ডবল ফেডারেশন। ফেডারেশনের এই সিদ্ধান্তেরই প্রতিবাদ করেছেন পিঙ্ক। পাশাপাশি জরিমানার টাকাও নিজের পকেট থেকে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন।টুইটারে লিখেছেন, ‘সেক্সিস্ট নিয়মের প্রতিবাদ করায় আমি নরওয়ের নারী হ্যান্ডবল দলের জন্য গর্ব বোধ করছি। ইউরোপিয়ান ফুটবল ফেডারেশনকেও উল্টো লিঙ্গবৈষম্যের জন্য জরিমানা করা উচিত। অসাধারণ মেয়েরা। তোমাদের হয়ে জরিমানা পরিশোধ করে আমি সুখী হতে চাই। চালিয়ে যাও।’
পিঙ্কের এই প্রতিবাদের জন্য শিল্পীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নরওয়ে দল। টুইটারে দিয়েছে শর্টস পরা তাদের দলের একটি ছবিও। নরওয়ের সরকারও নারী হ্যান্ডবল দলের পাশে দাঁড়িয়েছে।জরিমানার এই সিদ্ধান্তকে ‘পুরোপুরি অদ্ভুত’ বলেছেন নরওয়ের ক্রীড়ামন্ত্রী।নারী খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরেই এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন।