এবার এভ্রিলের দিকে চোখ পরেছে শাকিবের ক্ষেপেছেন বুবলী!

জান্নাতুল নাঈম এভ্রিল শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় আসছেন। এমন খবর রটে গেছে সর্বত্র। আর এমন খবর নিজেই দিয়েছেন মিস বাংলাদেশ প্রতিযোগীতা দিয়ে আলোচনায় আসা সুন্দরী এভ্রিল।

বলেছেন, সব ঠিকঠাক থাকলে তিনিই হচ্ছেন শাকিব খানের নতুন ছবির নায়িকা।আর এই খবরেই

ক্ষেপেছেন অভিনেত্রী শবনম বুবলী। এতটাই ক্ষেপেছেন যে শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ নতুন ছবি ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ থেকে সরে দাড়িয়েছেন তিনি।

তবে একথা নিজ মুখে স্বীকার করেননি বুবলী। তিনি এর কারণ হিসেবে বলেছেন, ‘আমি সবসময় কম কাজ করতে চাই। কারণ সংখ্যায় না কাজের মানে বিশ্বাস করি। ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার’ ছবিটি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। কারণ একই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমার অন্য আরেকটি ছবি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে যেটার জন্য আমার অনেক প্রস্তুতির দরকার। তাই একসাথে কয়েকটা কাজে মনোযোগ দেয়া আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। মূলত সে কারণেই ‘একটি প্রেম দরকার, মাননীয় সরকার‘ ছবিটি আমি করছি না।’বুবলী আরও বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু একই প্রযোজনা প্রতিষ্ঠান তাই তাদের দিক থেকেও এই
ব্যাপারে আপত্তি নেই।’

তবে চলচ্চিত্র বোদ্ধারা এরই মধ্যে বুঝে ফেলেছেন এ অজুহাতে শাকিব খানের ছবি থেকে সরে দাড়ানোর পাত্রী বুবলী নন। এর পেছনে অন্য কারণ আছে। আর অন্য সেই কারণ এভ্রিল। কারণ বুবলীও চাইছেন বাংলাদেশে তিনি ছাড়া অন্য কোন নায়িকার সঙ্গে শাকিব খান অভিনয় না করুক।এভ্রিল কি বলেছিলেন এর আগে সাংবাদিকদের এভ্রিল জানিয়েছিলেন, আগে কয়েকবার শাকিব ভাইয়াকে আমি দেখেছি। তবে একসঙ্গে বসে কথা হয়নি। ওইদিন প্রথম মিটিং করলাম। কাজের জন্যই গিয়েছিলাম। আমাদের অফিসিয়াল আলোচনা সাকসেসফুল হয়েছে। বিস্তারিত ১৫ জুলাইয়ের পরে জানাবো। এর আগে কিছু নয়।’

এভ্রিল বলেন, ‘সিনেমা নিয়ে আলাপের মাঝে শাকিব ভাইয়া আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। আমাকে বলেছেন, ভালো নাচ শিখতে। বলিউডের ঐশ্বরিয়ার মতো নাচতে বলেছেন। তাকে ফলো করতে বলেছেন। ক্লাসিক্যাল ড্যান্স শিখতে বলেছেন। ভালো করে ফাইট এবং অভিনয় শিখতে বলেছেন। এও বলেছেন, বর্তমান সময় টিকে থাকলে গেলে অভিনয় শিখে আসা ছাড়া মিডিয়াতে কাউকে নামা উচিত নয়।’এ সুন্দরী বলেন, ‘তিনি আমাদের সুপারস্টার। তিনি সত্যি ‘কিং খান’। উনি না ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক আগেই ভেসে যেত। উনি যেভাবে ইন্ডাস্ট্রি আগলে রেখেছেন, এভাবেই রাখুন। যারা নতুন আসছেন তাকে যেন সবাই রেসপেক্ট করেন। তাকে দেখে আমাদের শেখা উচিত।’

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন