বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কিয়ারা আদবানি

ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। তবে এই অবিনেত্রী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন! ব্যপারটায় একটু জটিলতা আছে। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন ঠিকই তবে সেটি বাস্তবে নয় বরং রূপালি পর্দায়। গুড নিউজে কারিনা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি।

মা হওয়ার পর যেহেতু নতুন করে শুটিং শুরু করেন কারিনা, তাই অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা কিয়ারার সঙ্গে শেয়ার করতে শুরু করেন বেবো।করিনা বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় সব ধরনের ফল, সবজি খাওয়ার কথা বলা হত তাকে। সেই কারণে সব ধরনের সবজি খেতে হত। কারিনার সঙ্গে যোগ দেন অক্ষয় কুমারও।তিনি বলেন, অন্তঃসত্ত্বা হলে সেই মহিলাকে অনেক লাড্ডুও খেতে দেয়া হয়। এসব শোনার পরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন অভিনেত্রী।

কিয়ারা বলেন, যা ইচ্ছে তাই খেতে পারবো এসব ভেবেই ভাল লাগছে তার। তিনিও মা হতে চান। যা খেতে চান, তখন তাই খেতে পারবেন।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন