এতো কম বয়সে বিয়ে করতে চান না মিমি

কলকাতার সিনেমার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সম্প্রতি তিনি জানালেন বিয়ে তার ভাবনা।তার কাছে বিয়ের ব্যাপারে জানতে চাওয়া হলেন মিমি বলেন, ‘উফ, কেন? আমার তো মোটে ২৮ বছর বয়স।

এখনই কেন বিয়ে করে নিতে হবে? আমি কিন্তু কখনওই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারও কাছে গল্প করতে যাই না। তারপরেও খবরের কাগজে ইচ্ছামত লিখা হয় আমাকে নিয়ে। আর এতে যে মুশকিলটা হয়, আমার বাড়ির লোক ভীষণ চিন্তায় পড়ে যায়।’

মিমি আরও বলেন, ‘আমি এমন একটা পরিবার থেকে এসেছি, যেখানে রাত ১০টা বাজলেই মা ফোন করে আমাকে জিজ্ঞেস করেন, আমি কোথায় আছি, শুটিং শেষ হয়েছে কি না।’

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন