অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন চীনের ইয়াং কিয়ান

শুক্রবার উদ্বোধনের পর আজ থেকে শুরু হয়ে গেল টোকিও অলিম্পিকের মেডেল রাউন্ড। যেখানে প্রথম স্বর্ণ নিয়ে গেলেন আসরের অন্যতম ফেবারিট দেশ চীনের ইয়াং কিয়ান।

শনিবার সকালে আসাকা শ্যুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন ইয়াং কিয়ান।

২৫১.৮ পয়েন্ট স্কোর করে আসরের প্রথম স্বর্ণটি জিতেছেন কিয়ান। যা কি না অলিম্পিক ইতিহাসে নারীদের দশ মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড।এই ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। কিয়ানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গালাশিনার। তিনি পেয়েছেন ২৫১.১ পয়েন্ট।

২৩০.৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন