কিছু কিছু মানুষ মনে করে, কুরবানির ঈদের দিন হাঁস-মুরগি ইত্যাদি দুই পাবিশিষ্ট প্রাণী জবাই করা যাবে না। এটি একটি অমূলক ধারণা, এর কোনো ভিত্তি নেই।
তারা হয়তো মনে করে যে, কুরবানি যেহেতু চার পাবিশিষ্ট প্রাণী দিয়ে করতে হয়; দুই পাবিশিষ্ট প্রাণী দ্বারা কুরবানি করা যায় না। সুতরাং এই দিনে দুই পাবিশিষ্ট প্রাণী জবাই করা যাবে না। আসলে অজ্ঞতার কারণে এ ধরনের অমূলক ধারণার সৃষ্টি হয় এবং সমাজে এগুলোর প্রচলন হয়ে থাকে। এ ধরনের অমূলক ধারণা থেকে বেঁচে থাকতে হবে।
উত্তর প্রদানে: ফতোয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া ঢাকা