২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থানে পশু কোরবানিরও নির্দেশ প্রদাণ করেন তিনি। একই সঙ্গে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার অনলাইনে ‘পশুরহাট, কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনার দ্বিতীয় আন্তমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার মন্ত্রী এ নির্দেশনা প্রদাণ করেন।

এ সময় তাজুল ইসলাম বলেন, এ বছর করোনা সংক্রমণের হার গত বছরের তুলনায় অনেক বেশি। তাই সংক্রমণের বিষয়টি মাথায় রেখে বাজারে না গিয়ে অনলাইনে পশু কেনাকে উৎসাহিত করছি আমরা। তারপরও মানুষ পশুর হাট বসানোর পক্ষে এবং হাটে গিয়েই পশু কিনতে আগ্রহী। তাই স্বাস্থ্যবিধি মেনে যাতে নির্বিঘ্নে পশুর হাট করা যায় আমরা সেই চেষ্টা করেছি। হাটে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে পশু ক্রয় বিক্রয় করতে হবে। কীভাবে পশুর হাট করা হবে, কীভাবে জবাই করা হবে সেই বিষয়ে দিক নির্দেশনা তৈরি করেছি। আমাদের নির্দেশনা যদি না মানা হয় তাহলে চ্যালেঞ্জ তৈরি হবে।

অনলাইন এই সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রংপুর, গাজিপুর, সিলেট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, বরিশালসহ দেশের অধিকাংশ সিটি করপোরেশনের মেয়রেরা উপস্থিত ছিলেন।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন