স্ত্রী শ্রাবন্তীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রোশন সিংহ।সেখানে তিনি লিখেছেন, কিছু মানুষ সম্পর্ককে ভিডিও গেম মনে করে। তারা সেটা নিয়ে খেলা করে। যখন তা একঘেয়ে হয়ে যায়, তখন প্রতারণা করে।
এর কিছুক্ষণ পরই রোশনের স্ট্যাটাসের জবাবে শ্রাবন্তী আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, তার মন এতটাই বড় যে, সে কাউকে ছেড়ে যেতে পারত না। কারণ সে যাদের ভালোবাসত, শুধু তাদের ভাল দিকগুলোর ওপরেই আস্থা রাখত।
রোশনের স্ট্যাটাসে রয়েছে সম্পর্কের হাল ছেড়ে দেওয়ার আভাস। ‘ভিডিও গেম’-এর সঙ্গে সম্পর্ককে তুলনা করে প্রতারণা, ছলচাতুরির অভিযোগ করেছেন তিনি।
আর শ্রাবন্তীর স্ট্যাটাসটিতে হাল না ছেড়ে ভালোবাসার মানুষের সঙ্গে থাকার বার্তা প্রকট স্পষ্ট। গত বছর থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী ও রোশন। খাতায় কলমে স্বামী-স্ত্রী হলেও, এখন আর একসঙ্গে থাকেন না। এর মধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী।
অন্যদিকে, শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রোশন। তিক্ততা ভুলে নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী তিনি।