অন্তর্জালজুড়ে ‘পানি পানি’

বাদশাহ নামের সঙ্গে যেন সুপারহিট, ট্রেন্ডিং শব্দগুলো জুড়ে গেছে। তাঁর নতুন গানের খবর মানেই আগাম জল্পনা। আর মুক্তি মানেই অন্তর্জালজুড়ে আলোচনা, দেশের সীমানা ছাড়িয়ে মুখে মুখে উচ্চারণ। আর সেই সঙ্গে নাচ তো আছেই।

এবারও তার ব্যতিক্রম হলো না। এখন অন্তর্জালে কণ্ঠশিল্পী বাদশাহর ‘পানি পানি’ গানে মুগ্ধ প্রতিক্রিয়া অসংখ্য অনুরাগীর। ভারতে ট্রেন্ডিংয়ে প্রথম সারিতে। এ গানের তালে কত যে শর্ট ভিডিও তৈরি হয়েছে, তার ইয়ত্তা নেই।

গত ৯ জুন সারেগামা মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় বাদশাহর কথা ও সুরে ‘পানি পানি’ গান। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন আস্থা গিল। ‘গেন্ধা ফুল’-এর পর বাদশাহর এ গানে কোমর দুলিয়ে ঝড় তুলেছেন বলিউড ডিভা জ্যাকুলিন ফার্নান্দেজ। মিউজিক ভিডিওতে ছিলেন বাদশাহ-আস্থা গিলও।

এক মাসের মাথায় ভিডিওটির ভিউ ২৩ কোটির বেশি। বুঝতেই পারছেন, কী জনপ্রিয়তা পেয়েছে গানটি।গানচিত্রে রাজস্থানের রাবণহট্ট ও কালবেলিয়া লোকনৃত্য ব্যবহার করা হয়েছে, যা এই ভেজা মৌসুমে আগুন জ্বালিয়েছে। আর বাদ্যযন্ত্রের সুরেও ছিল বৈচিত্র্য, যা দর্শকমনকে আলোড়িত করেছে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন