নজর কাড়ছে দাবনীয় ত্রিমাত্রিক বিড়াল!

শহরের ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে নগরবাসী চমকে যেতে পারেন এই পেল্লাই সাইজের দানবীয় বিড়াল দেখে।এর মিঁউ মিঁউ ডাকও বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে। হঠাৎ দেখতে মনে হতে পারে এখনি ঘাড়ের ওপর লাফিয়ে পড়তে পারবে এই বিশাল বিড়াল।

তবে ভয় পাওয়ার কারণ নেই। বিশাল এই বিড়াল আসলে একটি ত্রিমাত্রিক বিলবোর্ডের ভিডিও। জাপানের রাজধানী টোকিও’র রেলওয়ে স্টেশনে স্থাপন করা হয়েছে এই চমকে দেওয়ার মতো বিলবোর্ডটি।১৬৬৪ বর্গফুট এলইডি স্ক্রিনে হাইপার-রিয়্যালিস্টিক এ দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ফোরকে রেজ্যুলুশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বিলবোর্ডটি সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত প্রদর্শিত হয়। দিনের বিভিন্ন সময় দানবীয় এই বিড়ালটির রুটিন পরিবর্তিত হয়।

সকালবেলায় বিড়ালটি ঘুম থেকে জেগে ওঠে। দুপুরে দাঁড়িয়ে পথচারীদের দিকে তাকিয়ে মিঁউ মিঁউ করে ডাকে। বিকেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়।ত্রিমাত্রিক এই বিলবোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১২ জুলাই। তবে গত মাস থেকেই পরীক্ষামূলকভাবে বিলবোর্ডের প্রদর্শন শুরু করা হয়েছে। এরই মধ্যে ব্যতিক্রমী এই বিলবোর্ডটি ভীষণ সাড়া ফেলে দিয়েছে।

অনলাইনে বিড়ালটির ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে। নেটিনেজরা নতুন এই প্রযুক্তির প্রশংসা করেছেন।বিলবোর্ডটি সিনজুকু ট্রেন স্টেশনের পূর্ব বহির্গমন পথে স্থাপন করা হয়েছে। ব্যস্ত এই জায়গাটিতে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ভবন আর শপিং সেন্টার। প্রতিদিন প্রায় দুই লাখের মতো মানুষ বিলবোর্ডের সামনে দিতে যাতায়াত করে।

সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার বিভিন্ন দেশে রিয়্যালিস্টিক থ্রিডি বিলবোর্ড দেখা যাচ্ছে। গত মে মাসে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে থ্রিডি স্রোতের একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন