মেক্সিকোর মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন। নীল রঙের পানির ঢেউ, পাশেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। অবাক-করা ভিডিও টুইটারে শেয়ার হতেই ভাইরাল হয়েছে সেটি। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।
গতকাল শুক্রবার সকালে মেক্সিকোর উপসাগরের মাঝে আগুন লেগেছিল। জানা গেছে, ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রেই এই আগুন দেখতে পান স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর চেষ্টা করেন।
সমুদ্রের নীচে থাকা বেশকিছু পাইপলাইনের গ্যাস বেরিয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে মেক্সিকোর তেল প্রস্তুতকারী সংস্থা পেমেক্স। বলা হয়েছে, আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে জাহাজ নামানো হয়। পরে প্রায় টানা ৫ ঘণ্টার চেষ্টার পর সেই আগুন নেভানো সম্ভব হয়।
এই ঘটনায় কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। তাছাড়া, আগুন নেভাতে গিয়ে, কিংবা এই আগুনের কারণে কেউ প্রাণ হারায়নি। এদিকে, মাঝ সমুদ্রের এই ভয়াবহ চিত্র ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন নেটিজেনরা।