যে কারণে গর্ভকালীন পোশাক নিলামে তুলছেন আনুশকা

অন্তঃসত্ত্বার সময়ে যে পোশাকগুলো ব্যবহার করেছেন সেগুলোই নিলামের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। করোনাভাইরাসে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে তিনি এমন পরিকল্পনা করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে আনুশকা এই উদ্যোগের কথা জানান।

তিনি জানান, তার মেয়ে ভামিকা গর্ভে থাকার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেগুলো তিনি নিলামে তুলতে চলেছেন। প্রতিটি পোশাকই বিখ্যাত ব্র্যান্ড ও আলোচিত ডিজাইনারের তৈরি। যার সবই তুলনামূলক অন্যান্য পোশাকের চেয়ে বেশ দামি। সেসব পোশাক এবার নিলামে তুলে যে অর্থ পাবেন, তা দান করবেন অসহায় মানুষদের।

আনুশকা বলেন, আমি যা করছি, তাকে বলা হয়, ফ্যাশন ইকোনমি। যার মাধ্যমে দামি পোশাক নিলামে উঠায় আরও বেশি দামে বিক্রি হবে। পোশাক বিক্রির টাকা চলে যাবে সরকারের কোষাগারে। একটি দেশের নাগরিক হিসেবে আমার এ মুহূর্তে যা করা উচিত, সেটাই করছি। আশা করছি, আমার এই উদ্যোগে অনেকের সহযোগিতা পাব।

এর আগে স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে একটি ফান্ড গঠন করেছেন আনুশকা। মোটা অঙ্কের অর্থ সাহায্যও দিয়েছেন সরকারি তহবিলে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন