কোটি কোটি টাকার মালিক, তবুও থাকেন ভাড়া বাসায়

হৃতিক রোশন বিশ্বাস হয়! হৃতিক জড়িত রিয়েল স্টেট ব্যবসায়। কিন্তু থাকেন জুহুর ভাড়া বাড়িতে। কিন্তু এটাই সত্য। অক্ষয় ও টুইঙ্কেলের বাড়ির ঠিক বিপরীতের বাড়িটিতেই থাকেন হৃতিক। বলা যায়, অক্ষয়ের কাছের প্রতিবেশী। এই বাড়িতে থাকতে হৃতিকের গুনতে হয় মাসে ৮ লাখ ২৫ হাজার রুপি।

ক্যাটরিনা কাইফ অভিনয়জীবনের প্রথম দিকের কথা। ক্যাটরিনা কাইফ তখন থাকতেন বোম্বের কার্টার রোডের সিলভার স্যান্ডস অ্যাপার্টমেন্টে। সেখানে সাবেক প্রেমিক রণবীর কাপুরও আসা–যাওয়া করতেন। সেই ফ্ল্যাটে থাকতে মাসিক ১৫ লাখ রুপি ভাড়া দিতেন ক্যাট। এখন থাকেন অবশ্য বান্দ্রাতে।

জ্যাকুলিন ফার্নান্দেজ প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে ভাড়া থাকেন জ্যাকুলিন। এই বাড়িতে থাকতে মাসে তাঁকে গুনতে হয় প্রায় সাত লাখ রুপি। শোনা যাচ্ছে, কথিত ব্যবসায়ী প্রেমিককে নিয়ে বাড়ি খুঁজছেন জুহু ও বান্দ্রায়। কেউ কেউ বলছেন, জুহুতে নাকি একটি ফ্ল্যাটও কিনে ফেলছেন জ্যাকুলিন।

সানি লিওনি বাসা ভাড়া পেতে ঘাম ছুটে গিয়েছিল সানি লিওনির। প্রতিবারই ফিরিয়ে দিয়েছিলেন বাড়িওয়ালারা! অবশেষে অভিনেত্রী সেলিনা জেটলি এগিয়ে আসেন। আন্ধেরিতে সানিকে বাসা ভাড়া দিয়ে সাহায্য করেন। এখন সানি অবশ্য নিজেই কিনে ফেলেছেন ১৬ কোটি রুপির অ্যাপার্টমেন্ট। শুধু তা–ই নয়, অমিতাভ বচ্চন এখন তাঁর প্রতিবেশী।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন