বগুড়া বিজনেস গ্রুপ এর উদ্যোক্তা নৌবিহার অনুষ্ঠিত

অদ্য(১৮/০৬/২১)বগুড়া বগুড়া বিজনেস গ্রুপ এর উদ্যোগে বাছাইকৃত উদ্যোক্তাদের নিয়ে যমুনা নদীতে নৌবিহার ও ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিবিজি’র প্রতিষ্ঠাতা এ্যাডমিন আব্দুর রহিম সরকার এর সভাপতিত্বে ও মডারেটর সম্রাট আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া বাজার এর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা জনাব গণি সরকার,টেলিটক বাংলাদেশ বগুড়া এর ডিস্টিব্রিউটর জনাব ইঞ্জিঃ মিলন হোসেন,কল্পতরু এর স্বত্বাধিকারী জনাব আলী শাহ নওয়াজ বিদ্যুৎ। এছাড়াও উপস্থিত ছিলেন বিবিজি’র অর্ধশতাধিক উদ্যোক্তা এর মধ্যে উল্লেখযোগ্য মিঠাই বাজার ডটকম এর স্বত্বাধিকারী আরিফ রেহমান,বগুড়া বাজার ডটকম এর স্বত্বাধিকারী আল-আমিন,সাথী ফ্যাশন এর স্বত্বাধিকারী আর এস সাথী ,পিঠা বাজার এর স্বত্বাধিকারী নাসরিন সুলতানা,আলিফ ফার্ণিচার মার্ট এর স্বত্বাধিকারী আয়েশা খাতুন,সাথী ফ্লাওয়ার এন্ড নার্সারি এর মাসুদ মীম,বন্ধু অনলাইন সার্ভিস এর স্বত্বাধিকারী ফজলে রাফী,মাছ বাজার ডটকম এর স্বত্বাধিকারী মইনুল মিরাজ মাইন প্রমুখ।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন