নামটা যখন সাকিব আল হাসান তখন বিতর্ক যেন তার চিরসঙ্গী একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে বরাবরই থাকেন তিনি তবে দোষ কি শুধু সাকিবের গত কয়েকদিন যাবত লিক নিয়ে আলোচনা-সমালোচনা তো আর কম হলো না মানহীন এমন একটি লীগকে চালিয়ে দেওয়া হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেখানে বাজে আম্পায়ারিং এমনকি ম্যাচ পাতানোর অভিযোগ করেছে বেশকিছু প্রথম সারির গণমাধ্যম আর সর্বশেষ সাকিব যেন নিজেকে ধরে রাখতে পারলেন না হয়তো টুর্নামেন্টের এমন হজবরল অবস্থা দেখে নিজের আক্রোশ থেকেই এমন আচরণ করেছেন তিনি আম্পায়ারের কাছে আবেদন করলেন আউট না দেওয়ায় সরাসরি আম্পায়ারের সামনে থাকা স্ট্যাম্পে লাথি মেরে ভেঙ্গে ফেললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে মহামেডান।
এমন মাঝারি টার্গেট পূরণ করতে ব্যাট হাতে নেমে মাঠে রীতিমত ধুঁকছে আবাহনী।
৯ রানেই ৩ উইকেট হারিয়েছে মুশফিকের দল। তিনটি উইকেটেই দখল করেছেন স্পিনার শুভাগত হোম।
২.৫ ওভারে ১৫ রানের খরচায় তিন উইকেট দখল করেছেন তিনি।
শুভাগত হোমের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানরা যখন টালমাটাল, তখন তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি না সাকিব আল হাসান।
অবশ্য মাত্র ১ ওভার করেছেন তিনি। ১০ রান দিয়েছেন। এতেই মেজাজ হারিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছেন।
আবাহনী অধিনায়ক মুশফিককে আউট করতে না পেরে উইকেটে লাথি মেরে বসেছেন তিনি।
পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব । ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে মুশফিবের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি।
এতেই ক্ষেপে যান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।
এতেই ক্ষান্ত হননি তিনি, আম্পায়ারের দিকে রাগত ভঙ্গিতে তাকিয়ে কিছু কথা বলতে থাকেন। বেশ কিছু সময় এমন অক্রিকেটীয় আচরণ করেন সাকিব।
জানা গেছে এরপর খালেদ মাহমুদ সুজন এর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান সাকিব-আল-হাসান কিন্তু সব থেকে বড় প্রশ্ন হল দেশের অন্যতম সেরা একটা টুর্নামেন্টের এমন কেন বাজে অবস্থা এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়
প্রসঙ্গত এবারের টুর্নামেন্টের সাকিব-আল-হাসান খুব বড় ছোট ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এ কারণে মানসিকভাবে কিছুটা হতাশ হয়ে থাকতে পারেন একই সঙ্গে গত কয়েকদিন যাবত সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক আকারে আলোচনা-সমালোচনা চলছে বিপিএলের এমন মান নিয়ে আর সর্বশেষ সেই সমালোচনায় নতুন যুক্ত হলো সাকিব আল হাসানের এমন কর্মকান্ড