‘চাপাবাজ’-এ চিত্রনায়িকা মুনমুন

এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে ১৯৯৭ সালে রূপালি পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মুনমুনের। এরপর একে একে প্রায় শ’খানেক সিনেমায় অভিনয় করেন এই চিত্রনায়িকা। সবশেষ তিনি অভিনয় করেছেন মিজানুর রহমান মিজানের ‘রাগী’ ছবিতে।নব্বই দশকের সাড়া জাগানো এই চিত্রনায়িকাকে এবার দেখা যাবে নাটকে। নাম ‘চাপাবাজ’। বৈশাখী টিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক এটি। এর চিত্রনাট্যকার ও পরিচালক হাসান জাহাঙ্গীর।

জানা গেছে, পূবাইলে দুইদিন নাটকটির শুটিং করেছেন মুনমুন। তার ভাষ্য, ‘হাসান জাহাঙ্গীর ভাইয়ের অনুরোধে নাটকে অভিনয় করলাম। কাজটি করে ভালো লাগলো। গোছানো ইউনিট। ভালো প্রস্তাব পেলে সামনেও নাটকের কাজ করবো।’এদিকে, মুক্তির অপেক্ষায় আছে মুনমুনের ‘তোলপাড়’ ও ‘পাগল প্রেমিক’ শিরোনামের দু’টি ছবি। এছাড়াও নতুন ছবির বিষয়ে কথা চলছে বলেও জানান এই চিত্রনায়িকা।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন