বলিউড গায়িকা নেহা কক্কর। নেহার জন্ম ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। প্রতিভাবান এই গায়িকা নাকি কক্কর পরিবারের অবাঞ্ছিত সন্তান! গর্ভপাত করে নেহাকে নাকি মেরে ফেলতে চেয়েছিলেন তার মা-বাবা। এমনটাই জানালেন তার ভাই টনি কক্কর। খবর আনন্দবাজার পত্রিকার।রোববার (৬ জুন) ছিল নেহা কক্করের জন্মদিন। অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ৩৩ বছরে পা রাখা নেহাকে। বিয়ের পর প্রথম জন্মদিন গায়িকার। স্বামী রোহনপ্রীত সিংহও আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রীকে।
এমনই এক জন্মদিনে বোনের প্রকৃত জীবনকথা সামনে এনেছিলেন ভাই টনি কক্কর। জানিয়েছিলেন, কক্কর পরিবারের অবাঞ্ছিত সন্তান নেহা! গর্ভপাত করে নেহাকে মেরে ফেলতে চেয়েছিলেন তাদের মা-বাবা।টনি বলেন, আমরা খুব গরিব ছিলাম। সংসারের আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। ততদিনে আমি আর সোনু জন্মেছি। মা তাই আর সন্তান চাননি। কিন্তু অজান্তেই নেহাকে গর্ভে ধারণ করে ফেলেছেন।
টনি আরও বলেন, জানার পরেই তাদের মা গর্ভপাত করাতে চান। কিন্তু ততদিনে গর্ভস্থ সন্তানের বয়স ৮ মাস পেরিয়ে গেছে। অবশেষে এক গ্রীষ্মের বিকেলে জন্ম নেন নেহা।বর্তমানে জনপ্রিয় গায়ক-গায়িকা হলেও প্রচণ্ড অভাবের মধ্যে বড় হয়েছেন নেহা-সোনু-টনি। তারা ক্যারিয়ার শুরু করেছিলেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে। যেখান থেকে সামান্য টাকা আয় করতেন তারা। বরাবরই নেহার পথপ্রদর্শক সোনু। তিনিই বোনকে গানবাজনায় হাতেখড়ি দিয়েছিলেন। পরে গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ অংশ নেওয়ার পরেই ভাগ্য বদলে যায় নেহার। জনপ্রিয় গায়িকার জীবনের এই অধ্যায় প্রথম প্রকাশ্যে আসে ২০১৭ সালে।