নামের মতোই অসম্ভব হয়ে পড়েছে ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমাটি। এ সিনেমার শুটিং যেন শেষই হতে চাচ্ছে না। করোনার কারণে বেশ কয়েক দফা শুটিং পিছিয়েছে। প্রস্তুতি নেয়া হয়েছিলো শিগগিরই শুরু করার।কিন্তু আরও একবার পিছিয়ে গেল টম ক্রুজের সিনেমাটির শুটিং।
সম্প্রতি প্যারামাউন্ট পিকচার্স তাদের এক বিবৃতিতে জানায়, শুটিং সেটে সিনেমাটির এক সদস্যের করোনা সংক্রমণ হওয়ায় ১০ দিনের বিরতি নিয়েছে পুরো টিম। আসন্ন ১৪ জুন করোনা সংক্রমিত সেই সদস্যের করোনার পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে সিনেমাটির শুটিং শুরু হবে কি না।
বিগত কয়েক মাসে বেশ কয়েক দফায় বন্ধ হয়েছে সিনেমাটির শুটিং। চলতি বছর সিনেমাটি ইতালিতে শুটিং করতে গেলে সেখানেও করোনায় আক্রান্ত হন একজন ক্রু মেম্বার। এর আগে গত বছর ডিসেম্বরে সিনেমাটির আরো বেশ কয়েকজন ক্রু মেম্বার করোনায় আক্রান্ত হন।সেই সময় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে টম ক্রুজ বেশ উত্তপ্ত বাক্য বিনিময় করলে নেট দুনিয়ায় তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।