নতুন সিনেমার জন্য নুসরাতের বেবি বাম্প?

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের মা হওয়ার খবর নিয়ে টালিউডে জল্পনা তুঙ্গে। কারও প্রশ্ন, কার সন্তানের মা হচ্ছেন নুসরাত? কারও প্রশ্ন, কবে জন্ম নেবে সন্তান? কারও প্রশ্ন, নুসরাত এ ব্যাপারে একদম চুপ কেন?এদিকে নুসরাতের মা হওয়া নিয়ে টালিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে নতুন গুঞ্জন। টলিউড পরিচালক বিরসা দাশগুপ্তের নতুন ছবিতে অন্তস্বত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করার জন্যই নাকি নুসরাত এই ‘বেবি বাম্প’ তৈরি করেছেন।

এ ছাড়া কিছু দিন আগে ইনস্টাগ্রামে যশ ও বিরসার একসঙ্গে ছবি দেখা গিয়েছিল, সেই দেখে নেটিজেনদের অনেকের ধারণা হয়েছে, বিরসার আগামী ছবিতে যশও অভিনয় করছেন।এ ব্যাপারে পরিচালক বিরসা দাশগুপ্ত জানান, এই খবর একেবারেই মিথ্যা। তার নতুন কোনো ছবিতে যশ বা নুসরাত, কেউই অভিনয় করছেন না। নুসরাতের বেবি বাম্পের সঙ্গে তার ছবির কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি।

বিরসা আরও জানান, দু’বছর বাদে কিছু দিন আগে যশের সঙ্গে দেখা হয়েছিল তার। তখন ছবি তুলেছিলেন একসঙ্গে। সেটা দেখেই অনেকের মনে বিভিন্ন ধারণা তৈরি হয়েছে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন