‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ ২০২১-২০২২ অর্থবছরের বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।এ উপলক্ষে সংগঠনটি বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান এলাকায় এক আনন্দমিছিল ও শোভাযাত্রা করে।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কামরুল হাসান রিপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। সেদিকে লক্ষ্য রেখে শেখ হাসিনার সরকার ২০২১-২০২২ অর্থবছরের বাজেটের নাম দিয়েছেন ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। এবারের বাজেটকে আমরা জনবান্ধব বলেই স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল করেছি।