সাতক্ষীরার দেবহাটায় আশিকুর রহমান ওরফে জুয়েল (৩৫) নামের একজনের লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কুপিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের দেবহাটা গ্রাম থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই গ্রামেই তাঁর বাড়ি।
নিহত ব্যক্তির মা চায়না খাতুনের ভাষ্য, গতকাল রাতে আশিকুর পুকুরপাড়ে যান। রাত নয়টার দিকে ঘরে না ফেরায় তিনি কল করে ছেলের ফোন বন্ধ পান। পরে তিনি ভাই মানিককে বিষয়টি জানিয়ে বাড়িতে ডেকে আনেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের সিঁড়িতে রক্ত দেখেন তাঁরা। রক্তের দাগ অনুসরণ করে তাঁরা আশিকুরের লাশ পাশের একটি পুকুরে পড়ে থাকতে দেখেন। খবর দিলে রাত ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
জানতে চাইলে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ১১টার দিকে পুকুর থেকে আশিকুরের লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও নাকের ওপর ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড, তা অনুসন্ধানে নেমেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করেননি।