প্রেমিক নিয়ে পাহাড়ে শ্রাবন্তী!

 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিজেপির প্রার্থী হয়ে আলোচিত হন শ্রাবন্তী চ্যাটার্জী। তবে জয় পাননি এই সুন্দরী। ততদিনে তার তৃতীয় সংসার ভাঙনের গুঞ্জনটি ভাটা পড়ে যায়।এদিকে এই নায়িকা নতুন করে এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন বলে গুঞ্জন চাউর হয়েছে। ধারণা করা হচ্ছে সেই প্রেমিকসহ লকডাউনের মধ্যে পাহাড়ে ঘুরে এলেন তিনি।
রাতভর পার্টি হইচই করাই পছন্দ টালিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তীর। নির্বাচন মিটেছে, শুটিংয়ের চাপও কম ফলে সব কোলাহল থেকে দূরে গিয়ে একান্তে সময় কাটাতেই ব্যস্ত নায়িকা। তিনি সবসময় চর্চায় থাকেন, বিতর্ক যেন পিছু ছাড়ে না তার। বারবার প্রেমে আঘাত পাওয়ার পরেও তার প্রেমে পড়তে বা মন গলতে খুব বেশি সময় লাগে না। নায়িকার মন মাতানো হাসিতে ফিদা হয়ে যান যে কেউ।
কানাঘুষো শোনা যাচ্ছিল তিনি নাকি ব্যবসায়ী প্রেমিককে সঙ্গে নিয়ে পাহাড়ে ঘুরে এলেন। ঠিক সেই সময় নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট সামনে এলো, যা এই জল্পনা আরও উস্কে দিয়েছে।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন