এবার ডাক মারলেন নাসির হোসেন

ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করছে শেখ জামাল। ব্যাট হাতে তাদের শুরুটা ভালোই হয়েছে।
প্রতিবেদন লেখার সময় শেখ জামালের সংগ্রহ ১৭ ওভারে ৫ উইকেটে ১২৮ রান। জিয়াউর রহমান ১০ ও সোহরাওয়ার্দি শুভ ৭ রানে ব্যাট করছেন।

এর আগে ওপেনার হিসেবে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে ছিলেন সৈকত আলী। দুজনে দুর্দান্ত শুরু এনে দেন শেখ জামালকে। উদ্বোধনী জুটিতে ৮ দশমিক ২ ওভারে ৭৩ রান তুলেন তারা। দুজনই ৩৮ রান করে করেন। এই রান করতে আশরাফুল খেলেছেন ৩২ বল ও সৈকত খেলেছেন ২৬ বল।

তবে আশরাফুল ছিলেন দুর্ভাগা। রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন ‘অ্যাশ’। তিন নম্বরে নামা নাসির হোসেন ব্যর্থ হয়েছেন। ৫ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন